আমার শরীরে,
         তোমার বায়োডাটা!
ধমনীতে তোমার ঘ্রাণ,হৃদয় মন্দিরে তোমার প্রতিকৃতি,তোমারনাম|আমার আমিকে হারিয়ে ফেলেছি তোমাতে;--
করুণা করে ঠাঁই দাও,আর দাড় বাইতে পারলাম না...


তোমার চুল এলিয়ে পড়া অনাবৃত গ্রীবার মাদক!
তোমার চোখের নীল মদের কৃষ্ণগহ্বর গোলক;--
দৃশ্যমান হাটছি আমি,পৃথিবীর ওপারে!
সূর্যের আলোয় চোখ ঝলসে যাওয়া আঁধারের পঞ্চমুখ!


সেখানেই তোমার স্বর্ণলতা কীর্তিনাশা ঠোঁটের অমিয় মহীমা!
শ্রান্ত হবার পরিবর্তে,কচুরিপনার মত ছোট-ছোট স্বপ্নহয়ে ভেসে যায়|হাজার কচুরিপনার সাথে মিশে,শত শত বুনোহাসের হৃদয়ের ব্যাকরণ                          শুনি!
যে ব্যাকরণ বাহ্যিকতার নিয়ম ভেঙে অবলীলায়বেরিয়ে এসে স্বরলিপি হয় আমার চোখে-মুখে|


তাই তো চোখ জুড়ায় তোমার জ্বলে,যা দিয়েছিলে তোমার আচলের গন্ধ মেখে,আজওরেখেছি শ্রদ্ধাভরে,যা প্রতি সন্ধেবেলা বারি হয়ে ঝরে!
সত্যি বলছি,বিশ্বাস হলো না?তবে এসে দেখ আমি কাঁদছি না!(রাত দুটো তেত্রিশ)