এখন দুঃসময়;
আমি অসহায়,কাপড়ে বীর্যের গন্ধ!
ফুরিয়ে গেছে,ভাত,রুটি,গোলাপের সুবাস


     যে গন্ধের রোমশ উচ্ছ্বাসে,
তোমার বুকের সুঢৌল মাংস পেশী দ্বয়ের মাধ্যমে,
             মিশে যেতাম হৃদপিণ্ডে!


ক্ষরস্রোতা নদীর মত;----
দক্ষিণ বাহু সঞ্চালিত হত !তোমার গ্রীবা, উরুতে|
          পর্দার দক্ষ অভিনেতার মত;



এই সব ছিলো?নাকি বর্তমানে না থাকার বেদনা?
                       নাকি?
ভবিষ্যতের জন্য প্রার্থনা?
দূরন্ত নাবিকের মত ভাবি,দুঃসাহসিক অভিযানে !



ল্যাম্পোষ্টের নিয়নের আলোয়,চোখে পড়ে;---
             বেগুনী,রঙের শাড়ি পরা;
দূরের ঐ মেয়েটা |


অতঃপর?
এখানেই বেদনার,সাময়িক সমাপ্তি!