( অনেক পুরোনো লেখা .. মজা করে লিখেছিলাম)
চারিদিকে রব উঠেছে কবি গিয়েছে মরে....
বন্ধ দরজা, অন্ধ জানলা.... রাস্তা অনেক দূরে...
ও পথ দিয়ে আলো আসে না,
ও পথ ভীষণ সোজা
ধন্দ লাগে
'ওটাই কি ঠিক???'
যায় না তবু বোঝা-
চারিদিকেই হুলুস্থুলু
মিটিং সমাবেশ-
সমাবর্তন প্রত্যাবর্তন
নাড়ছি দাঁড়ি কেশ।।
অনেক লোক হল জড়ো-
আসছে আরো শ'য়ে-
মন্ত্রী সান্ত্রী ষড়যন্ত্রী...
আসছে ভয়ে ভয়ে-
গোলাপ হাতে,জোলাপ নাকে
ঝুমকো ঝোলা কানে
আসছে মানুষ
বাড়ছে ভিড়
মরণ অভিযানে-
তার মধ্যেই বাদাম ভাজা
ফুচকা ঘুগ্নী-মুড়ি...
ক্লান্ত পাব্লিক শান্ত করে...
এমন বাহাদুরী!!
এলেন শেষে রাজামশাই..
করলেন ফরমান তার...
'আড়াই টাকা পেনশন পাবে
কবির পরিবার...
দুটো টাকা ফি বচ্ছর মোচ্ছবেতে যাবে....
হারাণ-কবির পরাণপ্রিয়
ফিলিম ইস্টার পাবে..'
সবই হল তবু দেখ
পূবের জানলা বোজা-
কোথায় গেল কবির লাশ-
হয়নি তাকে খোঁজা।
মাটি হল চাটি হল
এল হাতে বাটি
নাটক হল
ফাটক এল
মজলিশ জম-জমাটি...।।
ভিড়ের মাঝে সবাই যখন
মগ্ন কোলাহলে...
পাতা ঝরা কৃষ্ণচূড়া দূরের অঞ্চলে
ছড়িয়ে দিল লাল কার্পেট
আকাশ ধরল ছাতা
বাতাস দোসর হল সাথে
আর ছোট্ট একটা খাতা-
সঙ্গী হল কবির সাথে
বেঁচে ফেরার পথে....
মৃত্যু তাকে ছোঁয়নি-


যেমন ছোঁয় না বিপন্নতা ।।