জয়ের জন্য পাগলী ছিল,
নীললোহিতের নীরা..
অনল খোঁজে মানসীকে
কেটে হাতের শিরা।
আমি ভাবি, একলা যখন-
সত্যি কথাই বলি,
নিজের জন্য চাইনি তোকে
কখনোই কথাকলি।


বাজার ভারী মন্দা ছিল
সস্তা ইমোশন;
প্ল্যান ছিল না চাহিদাদের
সহজ সলিউশন
ভেসে চলা। এপাশ থেকে
ওপাশ ছুঁয়ে যাই-
আকাশেতে কাটছে ঘুড়ি
মাটিতে লাটাই।


সেদিন তুই এসেছিলি;
তুইই কী এসেছিলি?
চিলেকোঠায় একটা খামে
পাপড়ি রেখে গেলি।
আমি সেদিন সন্ধ্যে বেলা
হঠাত খুলে খাতা-
দেখতে পেলাম একটা বুকে
কোরকে মাধবীলতা।


উৎস যে তার খুঁজিনি ত' আর-
নিয়েছি যে নির্যাস,
বলতে গলা আটকে ছিল-
আমায় ভালোবাস।
কেমন ছিল উদাস বিকেল?
পড়ন্ত এক বেলা !
অন্ধকারেই চলতো মনে
মন ভোলানো খেলা।


বাজার তখন সরগরম
নচির নীলাঞ্জনায়;
বেলাবোস আর রুবিরায়ের
অবয়ব কল্পনায়।
কিশোর জীবন কিশোর সে প্রেম-
সোপান ওলি গলি।
সাইকেলেতে ঘুরপাক করি
চোরাপথে কথাকলি।


আমরা তখন বোকা ছিলাম,
এখনো তাই আছি-
আমরা মেঘে দুরন্ত ঝড়
লাজুক হয়ে বাঁচি।
শাঙণ মেঘে রাত ছলকায়
মন পুড়ে আজ খাঁক।
কথাগুলো মনে ছিল-
মনকে ছুঁয়েই থাক।।