স্বান্তনার বৃষ্টি দেখছি..
সে ছিঁটেফোঁটা দাক্ষিণ্যে
আমাকে ভেজাতে চায়।
ভেজাতে চায় নাকি বোঝাতে-
যে আমিও ঊষার আগে
ডুবেছি তিমিরে, সখাতে।
ভিজিও, যদি আরবার
নির্বেদ এই মন
হতে চায় ছারখার
আবডালে কৃষ্ণচূড়ার।
তাতে মেশে তোমার প্রণয়..
আশ্রয়হীণ স্বান্তনার স্তোক
দূর হক আর মজবুর হক
ভেজাতে হৃদয়।


সে অবগাহনে আমি সাঁই হব