নাম ছিল এক সন্ধ্যাবেলায় সাঁঝেরতারার বুকে-
কাটুমকুটুম ইচ্ছেগুলো নাম খুঁজেছে সুখে!
ও নাম তোকে পড়ে না মনে, কি যেন এক ছিলি?
মেঘের ড্যারায় আকাশনীলে করতি কিলিবিলি।
আবার যদি ডাকি আমি চেনা সে নাম ধরে
ধরবি কি হাত আবার আমার মেঠো নামের সুরে।
যে নাম আমার খুন্তি কড়াই নিয়ে;
যে নাম ডাকে তুলসীতলার বাতি-
যে নাম ছিল ঠাকুরঘরের ফুলে..
নামটা বোধহয় জড়িয়ে অন্তমূলে।
একটা নাম ছিল মিঠে রোদ্দুরে,
একটা নাম বুকের কোলেপিঠে।
একটা নাম বড্ড রকম রঙিন,
একটা নাম ভীষণই খিটখিটে।
নামের মধ্যে তুমিও ছিলে বুঝি-
একটা নাম খুঁজতে গিয়ে অনেক নামই খুঁজি।।