অতল তোমার তল খুঁজে না পাই,
তাই ত' শূণ্যে উড়তে থাকা মেঘে বসিয়ে দিলাম
কল্পনাময় আমার নয়ন।
যত দৃষ্টি তলিয়ে যাবে, ততই হবে শব্দস্ফূরণ বিস্ফোরনে।
সে বিস্ফোটে হয়ত' তুমি আকাশ ছোঁবে-
হয়ত তুমি অন্ধকারেই ছুঁড়বে শব্দ ঠিক নিশানায়,
হাঁটবে এবং হাঁটতে থাকবে আলো ছাড়াই অন্ধকারে।
এমনিভাবেই বাঁচবে আশা,
হাঁক দেবে সে তারস্বরে -"জাগো এবার।"
পারলে জেগো। পারলে ঈষৎ ভ্যাপসা মনে
আমার কথাই ভাবতে থেকো।
আমার কথা সেই সময়ের-
যে আমাকে আগুন দিয়ে পাঠিয়ে ছিল।
যে আমাকে জলের স্রোতে ভাসিয়ে দিল পদ্মবনে,
সেই সে কথাই শাশ্বত হ'ক, বাদবাকি যাক নির্বাসনে।
তবুও যদি চিনতে আমায় এতটুকুও ধন্দ লাগে,
পুড়িয়ে দিও ধূপের মতন।
নীচে ছাই এ খুঁজে দেখো,
পেতেও পারো অরূপরতন।
অবশিষ্টের ধোঁয়া ধুলো উড়বে যদি শূণ্য মেঘে!
চশমা হয়ে জাঁকিয়ে বসুক, ঢাকুক আমার কল্পনাকে।