হুমায়ূন আহমেদ স্যার বলেন,"ভালবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই,একটি মুহূর্ত যথেষ্ট। "
আমি উক্তি র সহ মতের সহিত বলি,বেঁচে থাকার জন্য অনন্তকালের জীবন সীমা প্রয়োজন নেই,কেউ একজনের ভালবাসা-ই যথেষ্ট।
'Long Distance Relationship ' যেন এক আফসোসের সমাহার,
এখানে হোয়াটস অ্যাপে যোগাযোগ, ভাইবারে প্রেম,মেসেঞ্জারে ঝগড়া....কিছুক্ষণ অফলাইনে
তারপর আবার শুরু ভালবাসার আন্দোলন
নিঃস্বার্থ ভালবাসার এক আশ্চর্য উদাহরণ হতে পারে এই রিলেশনশিপ
দেশের এপার-ওপার, দুনিয়ার কোনায় কোনায় থাকা মানুষ দু টিকে এক করে দেয় কেমন কেমিক্যাল ছাড়াই
এটা বাস্তববাদী মানুষগুলোর কাছে হয়ত ন্যাকামি, হয়তোবা নির্বোধের কাজ।
কিন্তু যারা ভালবাসে তাদের পৃথিবী হয়ে যায় ঘুম থেকে উঠে পাওয়া হোয়াটস অ্যাপে নটিফিকেশনের আওয়াজ,
সোশ্যাল সাইটের এসএমএস গুলা নিঃশ্বাসের সাথে মিশে কেমন একটা মোচড় দেয় মনের অগোচরে।
শত অভিযোগ, শত বাঁধা,হারিয়ে ফেলার ভয়,কান্নাকাটি, কষ্ট পাওয়া...
সবকিছুর পরেও মানুষ একটুখানি আশা মনের কোথায় যেন সুপ্ত হয়ে থাকে
একদিন সব ঠিক হয়ে যাবে,টোনাটুনির সংসার হবে
পাখিদের মত-ই তো এই সংসার,কোথাকার পাখি কোথায় উড়ে আসে
ভালবাসে,এক হওয়ার স্বপ্ন দেখে,মিলেমিশে একাকার হওয়ার জন্য ঝগড়া করে, কান্না করে।
এ ভালবাসায় নেই কোনো শারীরিক টান,এ ভালবাসার কেন্দ্রবিন্দু যেমন মন তেমনি মন দিয়ে-ই একমাত্র এর উপলব্ধি সম্ভব।
যাদের কাছে এ ভালবাসা ন্যাকামি, স্বার্থের ঝোপ-বন
তারা মন দিয়ে ভালবাসা অনুভব করতে জানে না,
ভালবাসার অনুভূতি জাগ্রত ও প্রকৃতির প্রকাশ প্রিয়তমা র অনুপস্তিতে বিরহের ছায়ায়।
চোখের দেখার ভালবাসা তো অচেনা লোকদের বাসা যায়,কিন্ত অদেখা ব্যক্তির জন্য মন কেমন করা নিঃসন্দেহে বিশেষ কিছু
বেঁচে থাকুক সকল 'Long Distance Relationship ',
ভালবাসায়,অভিযোগ নামক ভালবাসায়,বিরহ নামক ভালবাসায়,কান্না নামক ভালবাসায়
ভালবাসা ময় মনের সংযোগের বহিঃ প্রকাশ, চূড়ান্ত সফলতা পাক এবং চিরজীবী হউক মানসিক প্রেম