(উৎসর্গঃ বিশ্ব ভালোবাসা দিবসে সারা-বিশ্ববাসীকে)


১.
ভালোবাসা বসন্তের কোকিলের সুর,ভেসে হেসে ঘুরে বেড়ায় পাখিরা বহুদুর।
ভালোবাসা তোমার চুলের ভেতর লুকিয়ে থাকা আমার মনের গুপ্তচর।
ভালোবাসা আকাশে তারার মেলায় তোমায় খুঁজে যাওয়া।
ভালোবাসা কাছে এসেও অনেক দূরে থেকে যাওয়া।
ভালোবাসা তোমার পাশে ঘুরঘুর করে সাড়াবেলা কাটিয়ে দেওয়া।
ভালোবাসা রাতের আঁধারে তোমার খোঁজে হারিকেন নিয়ে
পাহাড়-জঙ্গলে ঘুরে ঘুরে পথ হারিয়ে ফেলা।
২.
ভালোবাসি তোমার হাসি।বড়ো বেশি ভালোবাসি,
তাই তো আমি তোমার কাছে ফিরে আসি বারবার।
ভালোবাসি তোমার পায়ের নুপুরের শব্দ সাথে তার ছন্দতালে
ভেসে আসা কোকিলের মতো তোমার কন্ঠস্বর।
ভালোবাসি ভালোবাসি কেবলই তোমার পরশ-ছোয়া,
খুজে ফিরি প্রেম-নগরী গড়তে ভালোবাসার রাজ্য-ছোয়া।
সন্যাসীর মতো তোমার চাহনী দেখে আমার বুকের পাজরগুলো বাকা
হয়ে লুটোপুটি খেতে থাকে তীরহারা নাবিকের মত।আমি তখন নিজেকে
হারিয়ে ফেলি বসন্ততের ঝড়-মাখানো দখিনা বাতাসের সাথে।
অনেকটাই ভালোবাসি তাই সবশেষে তোমার খোজে যুদ্ধ ময়দানে আমার অস্ত্র
থেমে যায় না কখনো,বিজয়ের হাত ধরেই তোমাকে, আমার ঘরে তুলে
আনি স্বাধীনতায় লাল-সবুজের পতাকার উড়ন্ত-জোছনার মিছিল ছায়ায়।
৩.
ভালোবাসি কোকিলের সুরে তোমায় চিনে নিতে,ভালোবাসি তোমায় ভালোবাসতে
ভালোবাসি জোছনার সাথে কথা বলতে বলতে সারারাত কাটিয়ে দিতে।
ভালোবাসি ভালোবাসার গান আর কবিতার চরণমালার সাথে হারিয়ে যেতে
ভালোবাসি ভালোবাসার আকাশে তোমায় নিয়ে উড়ে উড়ে ঘুরে বেড়াতে।
আমি,তুমি,আমরা সবাই ভালোবাসি নিজেকে খুশি রাখতে
তার চেয়ে বেশি তোমার পাশে আমার হৃদয় বিছিয়ে দিতে।
ভালোবাসি আকাশের মেঘ,রাতের জোছনার বাতাস,
চাঁদের পরশে নদীর জলে তোমার ছায়ায় ভেসে যেতে।
হাজার বছর ধরে হাজার কবি ,কবিতায় খুঁজেছে ভালোবাসার মানে।
তাই আমি ফিরে আসি কবিতায় তোমার প্রেমের টানে।



৪.
ভালোবাসি রাত শেষে ভোরের মেলায় সূর্য-খেলার চাঁদরে
আলোর-ডাকে সাড়া দিতে
হাতে হাত রেখে আলোর পাশে ঘাসের ছোয়া মেখে
ঐ আকশের বুকে তোমার ছবি এঁকে দিতে।
ভালোবাসি সাড়াবেলা পাগলামি আর পাগলামোর গল্প
নিয়ে তোমার তোমার বুকে ধান-সিঁড়ির চিত্র এঁকে দিতে।
রাখালের বাঁশির সুরের সাথে তোমার খোঁপার মধ্যে আমার প্রানটা বেঁধে দিতে।
গোলাপের মালায় তোমার বুকটা বেঁধে দিতে,কিশোরীর মনে লুকিয়ে থাকা
দুরন্ত মহিমায়।কাছে ডাকি তোমায় কুয়াশা ছোয়া শিশির ভেজা ঘাসে ঘাসের
পংক্তিমালায়।পাবার তুমি পাতায় পাতায়,আশায় তুমি মনের মায়ায়,ঘুরে বেড়াও
অদৃশ্য-ছায়ায়।ভালোবাসা মহানতায়,তোমার কাছে অতৃপ্ততায় আমার কাছে স্বপনতায়,
                                 থাকো তুমি অচিন কোন প্রান্ততায়।
৫.
ভালোবাসি বাংলাদেশ মানে আমার জন্মভুমি,মা,মাতৃভাষা,১৬ কোটি জনতা
ভালোবাসি বিশ্বলোকে মনে মনে আকাশ ছোয়ায়,ভালোবাসি কৃষক-শ্রমিক।
ভালোবাসি আমার পরিবার,সমাজ,দেশের মাটি,বায়ু,আলো,অন্ধ-নিশী।
ভালোবাসি আমি আমার পথচলার স্রোতবাণীর জল-খরার বার্তা-ছায়া।
অপরিমেয় আমার শ্যামল-গ্রামের সবুজ মেলায় সমদ্রের স্রোতে ভেসে
চলার অনুভূতি।আমি ভালোবাসি আমার মত,তুমি যতটা খুঁজ়ো খুঁজো
তোমার মত।
ভালোবাসি ভালোবাসতে,
কষ্ট-লাগে তখন,যখন শুনি,সকলে আছি ভালো,মিথ্যে বাণী,সয়তে পারিনা।
কষ্ট লাগে কষ্ট লাগে,কেনো লাগে জানতে হলে চিনতে হবে,চিনতে হলে
বুঝতে হবে আর বুঝতে হলে,পথে পথে হাটতে হবে,দেখতে হবে কেমন
করে থাকছে মানুষ পথে পথে শুয়ে,বস্তা গায়ে,দরগা-মাজার,ষ্টেশন ঘাটে
পাড়ায় পাড়ায়,
দোকানের চিপায় চাপায়,
কেমন করে থাকছে মানুষ দিনে-রাতে শুয়ে……….?
মুখের কথা ফুড়িয়েছে লাজ,মনের ব্যথায় সাজেনা সে সাজ,অব্যক্ত থেকে
পূর্ণতায় সেজে আসুক ভালোবাসার সাজ মনে মনে জনে জনে।
ভালোবাসি মানুষে মানুষের অধিকারে,ভালোবাসা তো মানুষেরই
জন্যে আর পাশে থাকা যত সহায়ক জীবন্ত-নিশ্চল উপযোগমালা।
ভালোবাসার তরে শুধুই ভালোবাসা,অর্থের
চেয়ে বড় ধন
ভালোবেসে সবারে করো আপন।