এলো বসন্ত !


এসেছে হিমেল আমেজ ভোররাতে,
তপ্ত দ্বিপ্রহর রুদ্রনীল গগনে -
খেয়ালী দখিনা বাতাস দোলা দেয় শাখে,
ঝরা পাতা বিছায়েছে  আসন, তোমার আসার পথে !-


সেজেছে  রাজপথ, কৃষ্ণচূড়ার ফুলে
কোকিলের কুহু ধ্বনি তোমারি পথ চেয়ে -
বউ কথা কও ধরেছে বোল, শুধু তোমারি আহবানে I
নব পল্লব গাছে-গাছে, শিমুল-পলাশ সিঁদুর রঙে ;
তুমি আসবে বলে !


খুশির জোয়ারে ভেসেছে চড়ক মেলা -
ভ্রমরেরা দলবেঁধে করছে খেলা ;
ঝিলের পাড়ে শঙ্খচিলের আনাগোনা
বসন্ত, তোমার কি হলো, এবার আসার বেলা I


মেতেছে ফাগুন, মাখছে আবিরে,
উচ্ছ্বসিত প্রাণ, সাজলো জীবন নানান রঙে I
নতুন আশা জাগে মনে, ইচ্ছে ডানায় ভেসে -
নবীন জীবন এলো ফিরে ;
বসন্ত কি আজ, এলো তবে  !