তুমি আসবে বলে, হে তারুণ্য
অপেক্ষায় বসেছি গুনেছি প্রহর।
তুমি আসবে বলে, হে তারুণ্য
সাজিয়েছি বন-জঙ্গল, সাথে নগর।


তোমার ছোঁয়ায় রাঙাব জীবন, হে উদ্যমী
তুলব আওয়াজ, ভাঙ্গব বাধার শৃংখল।
তোমার ভেলায় পার করব ঘন তমসা
উঠবে নতুন রঙিন সূর্য, এই শুধু আশা।


তোমার সময়ে মুসোলিনী, কালাপাহাড় হয়েছিল অপ্রতিরোধ্য
তোমার সময়ে নাৎসী হিটলার বাধিয়েছিল যুদ্ধ।
চায়না তোমার সেই ধ্বংসাত্বক রুপ, চাই লাবণ্য
চাই বিপ্লব শান্তিপূর্ণ, চাই সম্প্রীতির অরণ্য।


তোমার ছোঁয়ায় করব বিশ্বজয়, হে তারুণ্য
রেখো আমায় তরুণ করে সারাজীবনের জন্য।।