আর কত লুকাইবে নিজেরে আপন মনে
         চাপিয়া হাসি তোমার ওই অধরকোণে-
নয়নে নয়ন রাখিয়া কথা বলিবার ভয়ে
         কত কাল রাখিবে তুমি মুখটি নিচু করে।


পূর্ণিমার চাঁদের মত তোমার সেই মুখখানি
               দেখিতে বড় সাধ জাগে
পুজারী যেমন প্রতিমা দেখে প্রদীপ তুলিয়া আনি।


নিধেনপক্ষে পারিনা ভুলিতে
         তোমার সলজ্জ আঁখির চাহনি
রহস্য মধুময় কথা ফুলঝুরি
         আন্দোলিত করে আপনি।


বড় সাধ জাগে মুছিতে তোমার
                 ললিত কপোলখানি-
ঝরায়েছে যেথা তোমার অশ্রুজল
                 আমার তীক্ষ্ণবাণী।


এত মধু কেন এই হিয়ার মাঝে
         ভাবিয়া কূল খুজিয়া না পাই
নিজেরে হারাইয়ে বার বার খুজি
         এমন জীবন'ই ত সবাই চাই।