বুকে আজও নীল
জোয়ারের ঢেউ ।
স্পাইনালে তাই
অ্যালকোহল মেশায় ।
রঙিন স্বপ্ন সাদাকালো হয়
দেওয়াল ঘেঁষা শহরে ,
মিথ্যে সময় তোমার প্রতীক্ষায় ।
জীবনের পর মৃত্যু
যেমন সত্য ,
সত্য তেমন তোমার যন্ত্রনা ।
ইতিহাসে তাই রক্তের দাগ
যুদ্ধ কুরুক্ষেত্রে ।
তুমি আর আমি একটা সান্তনা।
হাতটা যেমন বাড়িয়ে
আছো হাতে ,
বুকের ভেতর
জন্ম স্ফুলিঙ্গের ।
ঢেউ আজ বয়
শিরায় শিরায়
হিমোগ্লোবিন রক্তে মেশায়
অপেক্ষা শুধু আগামী পর্বের ।।