(আজ কবিতা নয় শুধু উপলব্ধি )


কাকু..!! ভাইকে একটা বিস্কুটের প্যাকেট দাও!!
ও কিচ্ছু পাইনি.....
জামাটা টেনে  ধরল ছোট্ট একটা হাত!!
এক প্যাকেট বিস্কুট ও  চিড়ার জন্য একসঙ্গে পনেরো -কুড়িটা হাত  স্পর্শ  করল।
মুহূর্তে সব বস্তা খালি...
পেটের জ্বালা..!!
কেমন জ্বালা!!!
নিরাশ্রয় সম্বলহীন মানুষদের কাছে থেকে প্রত্যক্ষ করলে বোঝা যায়।
তাদের এই দুর্দশা কি ভাবে লাঘব হবে??
- উত্তরটা জানা নেই।
-আদৌ কি হবে?
দুর্দিনে স্বতঃফুর্তভাবে জেলার মানুষের এগিয়ে আসাটা একটা দৃষ্টান্ত।
তাদের সকলকে ধন্যবাদ-কুর্নিশ-সেলাম।
আসুন সবাই হাতে হাত মেলাই, একসাথে মানুষের পাশে থাকি।বালুরঘাট এর বন্যা কবলিত মানুষের পাশে যখন খাবার নিয়ে গেলাম কিছু বন্ধু র তার সাথে সবাই বিভিন্ন নাটক দল এছাড়াও বিভিন্ন ক্লাব গুলো ।দেখলাম তারা 5 দিন ধরে কিছুই খাইনি । ছেলেটার নাম মুস্তাফা ,দেখে কষ্ট লাগলো তাই আপনাদের সাথে আলোচনায় দিলাম ।।