পাঁজরে তখন শুকনো আগুন
বুকে তখন ছাই l
দেওয়াল আজো একই আছে
শুধু রক্তের অপচয় l
পুড়ছে হৃদয় জ্বলছে আগুন
তীব্রতা আজ শিখরে l
এলকহলে পুরছে স্মৃতি
রক্তজিবী মশালে l
তবুও আসর নগ্ন পায়ে
স্লোগানের কলতান ।
ভিক্ষুক আজ ঘরের দোয়ারে
বিকিয়ে সম্মান ।
শিখর শিখলে বধ্য শ্বসন
কামড় পড়েছে বুকে ।
"আজি দুর্দিনে ফেরাব তাদের
ব্যর্থ নমস্কারে "।।