সূচনাতে ধাক্কার অভিজ্ঞতা
ছিলোনা কোনোদিন ।
শুধু সুচিপত্রে চোখ
বুলিয়েছি বারবার ।
নিয়মিত প্রথাকে ভাঙতে
চাওয়া অপরাধ ছিল ।
আর আমি সেই অপরাধী ।
জীবনটা একটা অঙ্কের মতো ।
জীবনে খুশি যোগ করা ,
হতাশা বিয়োগ করা ,
আনন্দ গুন করা ,
দুঃখকে ভাগ করা ।
কিছুই আর হয়ে উঠলো না ।
শুধু নির্ঝরের কাছে
বিদায় বেলার গন্ধ নিয়ে
বিদায় নিলাম ।
আমার আমি কে ছেড়ে ।।