একমুঠো কাঁচা মাটির স্বাদ
যেন তিমির গহ্ববরে -
হানা দিলো ।
নিঃশাস তখন নীরব হয়ে -
বসে থাকল সামনের উঠোনে ।
অবান্তর বাতাসে কালো রাত্রি
নেমে এলো ।
দিকশুন্য শূন্যতা তখন
দিচ্ছিল মাথা চাড়া ।
বাতাস আরো জোরে এলো
ঠান্ডার চাদর তখন আমার -
শরীর কে আকড়ে ধরে কাঁপছে ।
আরো কিছু সময় বাকি ।
হঠাৎ ঢং করে শোনাগেল
গির্জার ঘন্টা ,
সূর্য উঠল ।
আর কিরণে ভাসিয়ে দিল
কৌমার্জের জল ।।