নিঃসঙ্গ আজ মাথা চারাদেয়
মত্ততাময় পদক্ষেপে,
স্তব্ধতা তাই স্নান করে যায়
শূন্যতায় আক্ষেপে ।।


ডাক পড়েছে গভীরে পৃথিবী
রক্তাক্ত আজ শির,
জোছনা খরায় শঙ্কিত মন
চিৎকারে চৌচিড় ।।


আমার একক পৃথিবী আজও
পরে রইলো একলা,
স্বচ্ছতা আজ মাথা কামরায়
বিরক্তির শ্যাওলা ।।


শূন্যে আকাশ ঝাপসা যেনো
পূর্ণিতায় আজ চাঁদ ,
মাটির মাসুল ভীরু অনন্তশিলে
আজ মৃত প্রতিবাদ ।।