তুমি যদি ভাবো
ভোরের আকাশ,
তুমি যদি ভাবো
এক পাখির ডাক।
তুমি যদি ভাবো
একলা বিকেল,
তুমি যদি ভাবো
ফেরিওয়ালার হাক।


তাই নিয়নভেজা একলা রাস্তায়,
নগ্ন পায়ে অস্থিরতায়...
সেই পথে এসে দাঁড়ায়।


তাই নিঃশব্দে চুপিসারে
অজান্তে অন্তরালে
তোমার দিকে হাত বাড়াই।


শুধু বলে যাও একবার
আমার আছো,
যেভাবে ছিলে এতকাল তেমনি আছো।


তুমি যদি ভাবো
মেঘলা আকাশ,
তুমি যদি ভাবো
সে আকাশে চাঁদ।
তুমি যদি ভাবো
বদ্ধ দুপুর,
তুমি যদি ভাবো
শ্যাওলা জমা ছাদ।


তাই সেই ভাবনায়
মিশে যাই।
বাষ্প জমে বৃদ্ধ চশমায়...
শুধু যন্ত্রনা নখ কামরায়।


এ ভাবেও কি ফেরা যায়!
জীবনের শেষ অধ্যায়
ইতিহাস শুধু ডাকে আমায়।


শুধু বলে যাও একবার
আমার আছো,
যেভাবে  ছিলে এতকাল তেমনি আছো।