এ দুর্ভাগা বঙ্গে আজ
ভোট মহা রঙ্গ,
চোর ডাকাত খুনী আসামী
চোর রাণীর সঙ্গ।


রূপালী পর্দার ক্যাবারে ড্যানসার
মঞ্চ আলো করে,
কত জন্মের সৌভাগ্যে মানুষ
অপ্সরা দর্শন করে।


ঘাস খেয়ে গরুর 'রচনা '
লেখে নাম্বার ওয়ান,
পাঠানের ফাষ্ট বলেই হবে
চোর মূলের পতন।


রাম চন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা
রামায়ণের শত্রুঘ্ন,
রাণীর চরণ চেটে চেটে
কাটাতে চায় বিঘ্ন।


অর্জুন যে পার্থ সে
গাধাদের দেখায় মূলো,
আকাশের চাঁদ ধরে দেবে
পেলে রিগিং ভোটগুলো।


ভাতিজার ঘরে অঢেল টাকা
বদ্ধ বৃদ্ধার স্বর্গ বাস,
চল্লিশ চোরের ভান্ড হতে
শত কোটির আশ্বাস।


ফুটো ভান্ড কাঁখে নিয়ে
চোরকি রাণীর নৃত্য,
করজোড়ে করুনা মাগে
বিদ্বজ্জন আর ভৃত্য।


ভোট চুরি নোট চুরি
চুরি করে মেধা,
বাপের নাম ও বদলে লেখে
চাকরী করে গাধা।


ফুলিশ কুকুর ঘেউ ঘেউ
চোর কুলের পাহারা,
আস্তাকুঁড়ের এঁটো চাটে
আনন্দে আত্মহারা।


বঙ্গ জননীর শ্মশান যাত্রা
চোরাণীর দন্ত বিকাশ,
অজ মুর্খের হাতে শাসন
বঙ্গবাসীর সর্বনাশ।