বিশ্বাসে আজ জ্যান্ত শরীর
আঘাত কালো ধোঁয়ার ।
লালসা প্রেম যাচ্ছে ভেসে
শান্ত মনের জোয়ার |


বাড়ছে বয়স সঙ্গী কোথায়
যা ছিল আগে ।
পড়ছে মনে ঝরা পাতায়
সূর্য ওঠার আগে ।


জহুড়ির আজ সোনা বদল
খাঁটি বোঝা যায় না ।
চক চকে আজ করলে তবু
সোনা সেতো হয়না ।


হৃদয় তবু একই আছে
পরিবর্তন পোশাকের ।
একটা মন চলছে পথে
সঙ্গী শুধু পাকের ।


যাকিছু ছিল হাতের বাইরে
ঘরের ছাদে ঝুল ।
সবই আজ বাজারি যেন
সবই আজ ভুল ।


এইতো চলে সারা বেলা
মনের ভেতর চাপ ।
দেখছি শুধু ডায়েরি খুলে
তোমার চ্যাপ্টা লাল গোলাপ ।।