গুমন্ত মানব


মানবতা আজ ক্লান্ত পথের ধারে ,
জীন পৃথিবী আজ ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।
হৃদয় কাঁপানো কণ্ঠে বলে যায়
মনোবতা আজ কোথায়।


শত বছর পর আসিবে এক গদর
শত শত অনিত্র নিয়ে হুমায়ুন বেশে।
আজ সে গুমন্ত ,মানুষের ভিড়ে ।


দেখবে
একদিন উঠিবে কন্ঠস্বর মৃতঅট্টালিকা পাশে
রুদ্ধস্বরে বলে উঠবে" গুমন্ত মানব "জাগো
আমাদের নগরীতে না আসিবে শত অনিত্র নিয়ে গদর,না আসিবে হুমায়ুন ।


চেয়ে দেখো ওই নদীর বুকে
যারা প্রতোকলে আসিছে ফিরে মৎস্য শিকার করে তাদের আরোহী নৌকা কে সঙ্গে নিয়ে
দেখতে যেনো শত শত গদর আসিছে শত শত অনিত্র নিয়ে
পারিবে এরাই ..........