আকাশ করে ঘোর অন্ধকার
নামল হটাত বৃষ্টি
লোকজন খোঁজে মাথার ছাদ
আমায় ঠাই দিল বটগাছ টি।


বৃষ্টি ঝরছে তো ঝরছে,
থামার কি আজ ইচ্ছে নেই?
চায়ের দোকান ডাকল আমায়
বটগাছ ছেড়ে পালালাম সেই।


এবার হোক বৃষ্টি,
যতক্ষণ না পুরনো স্মৃতিগুলো জড়িয়ে ধরে।
এবার হোক বৃষ্টি
যেন সেই টিনের চালে বৃষ্টির শব্দ মনে পরে।
এবার হোক বৃষ্টি
যেন হাতে লেখা চিঠিগুলো চোখে ভাসে
এবার হোক বৃষ্টি
যেন পুরনো অভিমান গুলো মনে পরে।
এবার হোক বৃষ্টি,
কিছু না পাওয়া যেন আবার মনে পরে।
এবার হোক বৃষ্টি
তোর পুরনো নম্বরে ফোন করব কিনা প্রশ্ন ওঠে
এবার হোক বৃষ্টি
যেন আজ আর গতকাল এর দেয়াল ভিজে
এবার হোক বৃষ্টি
যতক্ষণ বাস্তব আর কল্পনা ভিজে একাকার হয়ে যায়
এবার হোক বৃষ্টি, এবার হোক বৃষ্টি, এবার হোক বৃষ্টি।
                          
                                       - জয়দীপ ভৌমিক