এই শীত এলে যেন সবকিছু,        
পেছনে ফিরে তাকাতে চায়
সামনের ঝক্ঝকে পিচঢালা হাইওয়ে নয়
অতিতের ফেলে আসা মেঠোপথ ।


শিরশির হাওয়ার সাথে ভেসে আসে,  
দুর গ্রামের কীর্তনিয়া সুর
যেন এই গান শুনেছিলাম
এমনি রাতে, বছর দশেক আগে


মাছের ঝোলে ফুলকপি ভাসতে দেখে,
শাল জড়িয়ে,সাইকেল চালিয়ে শৈশব এ ফিরি আমি
দেখি, ভাপা পিঠার বাঁকা ধোঁয়া,
উঠোন রোদ আর ঠাকুরমা
সেসব আজ স্মৃতি,
পাথুরে গলির শেষপ্রান্তে জ্বলে শুধু ল্যাম্পপোস্ট ।


কুয়াশার ওপারে কে যেন ডাকছে  আমায়
কে তুমি? দশ বছর আগের শীতের প্রেমিকা ?
নাকি এই গত শীতের  " সব পৌষ  মেলা এক সাথে কাটাব "
বলা, কথা না রাখা তুমি?


এই শীতে  সব অতিতেরা ঘুরপাক খায় আমার চারপাশে,
শীত  তুমি আমায় ছুয়েঁ  যাও
আমি শত চাইলে ও  ছুঁতে  পারি না তোমায় ।