আমার মা


তোমাদের মা, শরত আকাশে মেঘের ভেলায় আসে .
আমার মা, চালচুলো হীন বন্যায় ঘর ভাসে .


তোমাদের মা,মানে চোখ ধাঁধাঁনো সোনার সংসার .  
আমি আর ভাই ফুটপাথে খেলি
দেহ কঙ্কালসার .


তোমাদের মা,থাকে আলো ঝলমলে প্যান্ডেলে প্যান্ডেলে .
আমার মা কাটায় রাস্তার ধারে কুকুরের দঙ্গলে .


তোমাদের মা'র বরণ ডালায় একশ আটটা ফুল .
আমার মায়ের ছেঁড়া শাড়ি আর
মাথায় রুক্ষচুল .


তোমাদের মা'র থিমের ছোঁয়ায়
আল্ট্রা মর্ডান লুক .
আমার মায়ের নখের আঁচড়ে
ক্ষত বিক্ষত বুক .


তোমাদের মা শপিংমলে,
শহরের বড়লোকি আড্ডায়  
আমার মা খালি পেটে শোয়
না খেয়েই দিন যায়  


তোমাদের মা ওয়ালপেপার আজ
আধুনিক স্মার্টফোনে এ .
আমার মা তোলে ইঁটের দেয়াল
লাল-নীল আবাসনে .


তোমাদের মা সিংহবাহিনী
অসুরকে বধ করে .
আমার মা নির্বাক আজ
কেঁদে কেঁদে শুধু মরে .


তোমাদের মা ধুনুচি নাচ আর অষ্টমী র অঞ্জলি .
আমার মা সাফ করে ফেরে
শহরের এঁদো গলি .


তোমাদের মা দশভূজা হয়ে পাপ করে সংহার .
আমার মা পাপ পূণ্যের বিচার করেনা আর.


তোমাদের মা নিয়ে আসে প্রেম
বুকভরা কত আশা .
আমার মা খুঁজে ফেরে তার না পাওয়া ভালোবাসা


তোমাদের মার বিসর্জনে কোটি কোটি বাজি পোড়ে
আমার মার দুচোখ দেখে
কত কত টাকা ওড়ে


আমাদের ও ওড়ে ভালোবাসা যত
ওড়ে স্বপ্নের বাসা .
ওড়ে ধূলো বালি রাস্তার ধারে
ওড়ে সুদিনের আশা .


তোমাদের মা যেদিন এপথে ধুলোর হদিস পাবে ,
আমার মা যোগ দিতে যাবে তোমাদের উত্সবে.