অনেক খুঁজে গুগল্ থেকে গান পাঠালাম,শুনবে সোনা.
দূর,এটা তো আমার আগেও আছে অনেক শোনা.
সে তো জানি,কিন্তু আগে শুনেছো কি আমার কাছে ?
আচ্ছা বেশ জলদি বলো আর কিছু কি বলার আছে ?
বললাম তো একটু আগে সিক্স এম. বি খরচা করে.  
ওহ্,তাহলে দেখছি শুনতে হবে ধর্য্য ধরে.
তাইতো, তোমার আবার সময় কোথায় ধর্য্য ধরার.
আর তোমার দেখছি অনেক সময় এসব করার !
সময় আর কোথায় বাকি,এই তো আজই তিরিশ হলাম.
ইস্,এমন একটা দিন বেমালুম ভুলে গেলাম !
আরে তাতে কি,আর কি এমন ভুলে যাবার সুযোগ পাবে ?
ঠিক বলেছ,পরের বছর সবার আগে আমায় পাবে.
পাই না পাই,সেদিন জানি খুঁজবে আমায়.
কেন বলছো এসiব কথা এমন সময় ?
বাই দ্যকো ওয়ে কোথায় পার্টি করছো এখন আমায় ফেলে ?
এই তো দিব্যি শুয়ে আছি হাসপাতালে.
কেন ? কি হয়েছে ! যাবেনা কি আমায় বলা !
বলবো কখন,এবার আমার যাবার পালা.
কোথায় যাবে? আজকাল বাজে বকো ভীষণ তুমি আমায় পেলে.
সরি সোনা,মাথার দোষ,নয়তো আমি লক্ষী ছেলে.
যাই হোক, আমার এবার অনেক কাজ,আমি যাই.
আমার ও তো কাজ ফুরালো,সময় নাই.
সত্যি করে বলো তো আজ কি হয়েছে ?
কিছু না তো,ঘুম পেয়েছে.
আচ্ছা ঘুমাও,জাগলে পরে আমায় ডেকো.
তাই হবে,সত্যি যদি জাগতে পারি,ভালো থেকো.