অসম্ভবের বাগান জোড়া রক্তগোলাপ।
মিথ্যে সাজাই কৃষ্ণচূড়ার বাসা।।
মিথ্যে সাজাই চিরসবুজের বাসর।
বুঝেও অবুঝ পর্নমোচীর ভাষা।।


জাগর জ্বলা রাতের অবসানে-
ক্লান্ত বাতি নিভলো আচম্বিতে!
পারিনি,তাই আজও অপারগ-
আপোস করে আঁধার মেনে নিতে।।


বৃষ্টি ভেজা পিছল যাত্রাপথে,
মনকেমনের বাতাস ছিলো ঘিরে।।
আজও সেই স্যাঁতস্যাঁতে ইচ্ছেরা,
খড়কুটো চায় উষ্ণায়নের ভীড়ে।।


দীর্ঘশ্বাসে আশ্বাস মিলেমিশে-
পথের দুধারে পাহারায় অনুক্ষণ।।
প্রতিবিম্বিত আজও চেনা ভালোবাসা।
আয়না ভেঙ্গে গড়ছে কোলাজ মন।।