চঞ্চল প্রভাত আমি তখন
অঘর নিদ্রারত,
বঞ্চিত প্রেম আমার এখন-
আয়াস অবিরত।


স্নিগ্ধ হাওয়া আলতো বয়ে চলে,
জানালার ফাকে-
অরুণ-কিরণ-লহরী
আজোও পূব-প্রেমের কথা বলে।


গন্ধবহের ঝড়ে অনল নিভায়ে
গিয়েছি তোমারে ভুলে,
তবু কেন জানি প্রেম অপূর্ণতা-
আলতো নাড়া দিয়ে তোলে।


ওগো! মানবী অকালে তুমি দিয়েছ
প্রয়াণ পথে পা-বাড়িয়ে,
বসুধা আজ আমার ধার-হীন লাগে
তোমার মত, পদ্ম-অবলা হারিয়ে।