এই মুক্ত জীবনে স্বল্প সন্ধানে
চলছে সবাই পথ,
অল্প পেয়ে অধিক হারিয়ে;
তবু-
আরো কিছু পাওয়ার শপথ।


জানা নেই কবে ডিঙিয়ে গিয়েছে
অনেকটা বছর,
তবু-
আজও অবেলায় গুনে সবাই
পাবে কি স্বস্তির প্রহর?


দেখ আকাশ ছোঁয়া'র চেষ্টা'ই
ঐ বড় তালগাছটির পথ,
তবু-
প্রকৃতির নিয়মে বাধা পড়েছে-
এত সৃষ্টি করা; স্রস্টা'র শপথ।


ছন্নছাড়া-লতা নাছোড়বান্দা!
চলছে নিজের পথ।
না পারিবে জানে,
তবু-
বৃক্ষ পেঁচিয়ে আকাশ ছোঁয়া'র শপথ।