দুষ্টু কন্যা...!
কলসিতে জল ভরিয়া
ঢেঙর ঢেঙর নাচিয়া
কই চল, যাও বলিয়া।
নদির পাড়ে চলিয়া।
দুষ্টু কন্যা...!
কোমর খানি নাড়িয়া
কেশর যখন দুলাইয়া
পথ চল তুমি উড়িয়া,
লাগে! যাও তীর মারিয়া।
দুষ্টু কন্যা...!
আড় চোখে তাকাইয়া
মুখে মৃদু হাসিয়া,
কোমরে বিছা আটকাইয়া-
যাও কাহিল করিয়া।
দুষ্টু কন্যা...!
অতীত সৃতি ফিরাইয়া
বুকের মাঝে আসিয়া
হঠাৎ যাও আবার পালাইয়া,
বিনা দোষে কান্দাইয়া।।