বেলা-শেষ; লোকে বলে সন্ধ্যা তারে—
কিন্তু আমার কাছে
প্রতিটা প্রহর যেন আঁধার!
সেখানে আবার আমি একান্ত ভাবে
সন্ধ্যা বলি কারে?
নিস্তব্ধ নিশি; শোবার সময়—
আমি তখন বিশাল আকাশের নিচে
ঘুমানো তো আমার কাজ নই!
এখন আমি আলাদা জাতের প্রাণী
রাত্রিকে তাই দিন ভেবে নিই
চাঁদের-আলোয়।
কিছু মানুষের নশ্বর কোন পাবক—
তাদের সাথে মিল খুঁজে পাই নিজেতে
এই বয়সের নামটি বড়ই নিষ্ঠুর!
সব আছে তবু কিছু নেই
কারণ আমি বেকার যুবক।