বিবর্ণ স্বপ্নঘোর খরস্রোতা নদী!
বয়ে চলে শুধু, কোন উপাদান নেই।
আবছা কালোরঙ ফুটে বেশ,
শত সন্ধানেও আলোর দেখা নেই।
    এইতো সেদিন এক বিবর্ণ স্বপ্ন দেখলাম
    একটা আবছায়া মূর্তি ছিল শুধু,
    অহরহ খুঁজেছি তার মানে,
    বহমান সেই খুঁজা,
    এখনো হৃদয়ের মাঠে বন্ধী পড়ে নাই
    হৃদয়ে শুধু খুঁজে পাই ধূসর বালুচর,
    স্বপ্নের মতো সেও ধরা দিয়ে যায় মৃদু।
তবে কি সেই বিবর্ণ স্বপ্ন বৃথা,
সেই স্বপ্নের কি নেই কোন কথা?
খুঁজে খুঁজে একদিন হয়ত বিফলে যাবে সব
জমে থাকবে শুধু না পাওয়ার ব্যাথা!
    তবু আমি নাজেহাল সেই বিবর্ণ স্বপ্নে,
    পূর্ণ রূপে পাবো দেখা হয়ত কোন ঊষালগ্নে।