আমি খুব করে ভালোবেসেছিলাম,
হৃদয়ে থাকতো পড়ে তোমারই নাম।
আমি রাত জেগেছি স্বপ্ন দেখেছি,
করেছি কত-শত মান-অভিমান।


আমি শীতকালে ঘাসে জমে থাকা
শিশিরের জল গাঁয়ে মেখেছিলাম,
ভালোবাসায় জর্জরিত হয়েছিল
গ্রীষ্মকালের শরীরভেজা ঘাম।


আমি প্রকৃতি মাঝেই পেয়েছিলাম
ভালোবাসার অপরুপ শুভ্র ঘ্রাণ।
প্রকৃতি মাঝে তোমাকে খুঁজে পেয়ে
অনুমতিহীন সাঁজিয়েছি পবিত্র ধাম।


শেষে তুমিই বুঝিয়ে দিয়ে গেলে
তুমি আমায় মনে রাখার কেউ না,
আমার সাগর পছন্দ ছিল তোমার
সাগরে চলমান ভালোবাসার ঢেউ না।


অনুভবে যবে আঘাত দিয়ে গেছো
তীব্র রোদনধারায় ভেঙ্গে পরেছিলাম,
দ্যাখো ভালোবাসতে ভুলে গিয়েছি
কেন আমার প্রেম করেছো নিলাম?।