দয়াল দু'চোখ আমি বন্ধ রাখি
তোমায় হৃদয়ের নেত্রে দেখবো বলে,
তুমি তো ধরা দাও না চোখে
তাইতো খুঁজি তোমায় হৃদয় তলে।


কত জনার দুঃখের রাখো খেয়াল
আমারে দান করো চরণধুলা দয়াল।


জন্মেছি অবুঝ আমি এই ভুবনে
তোমার সচল করুণাময় দানে,
আজো বুঝিনি কেন পাঠিয়েছ দয়াল
আজো বুঝিনি কি ছিল জন্মের মানে।


কত জনার দুঃখের রাখো খেয়াল
আমারে দান করো চরণধুলা দয়াল।


অহেতুক সহস্র কার্য সম্পন্ন করেছি
মূল কার্যগতি রয়েছে কিবা আরো,
জানি না মোর জন্মের কারণ ছিল কি!
দয়াল সহাই হও পূর্বের নেয় আবারো।


কত জনার দুঃখের রাখো খেয়াল
আমারে দান করো চরণধুলা দয়াল।