আমি বাক্য সাজাই
মনে জুড়ে থাকা কিছু শব্দের আলিঙ্গনে,
আমার হাতে থাকে সাদা খাতা-কলম,
কখনো বা প্রযুক্তির দানে দেওয়া নোট!
একাকী বসে আমি নির্জনে।


আমি কিছু লিখি
লিখি সেই খাতায় অথবা প্রযুক্তির নোটে,
আমার পাশে পড়ে থাকে প্রকৃতিজাত,
উপরে আকাশ নিচে মাটি, চতুর্দিক সবুজের ঘাটি!
আমি প্রকৃতি সাজাই কবিতার প্রেক্ষাপটে।


আমি জন্ম দিই
শতবার বর্জন করেছি শব্দ নামক বীর্য,
তিলেতিলে মানুষ করি সেই সকল শব্দদের,
ধরে রাখার চেষ্টা করি কাব্যের মহিমা!
জানি কাব্যজগৎ জোগান দেই কবিতার ঐতিহ্য।


আমি কলহ করি
শতবার আমি শব্দের সাথে করে গেছি কলহ,
কিছু শব্দেরা চলে যায়, সাথে থেকে যাই শব্দ কিছু,
নীরব আমি; তবুও যেন মিত্র শব্দেরা ছাড়েনা পিছু!
সেই শব্দে সাজাই কবিতা অথবা কাব্যের শব্দবহ।