সোনা-মানিক, হীরে-পান্না,
          এসব শব্দাদি তো অর্থহীন,
           মানুষ হয়ে জন্মেছি মানে
     এই নয় যে করবো শুধু মায়াকান্না।


      শামুকের ঝাঁক, কোকিলের ডাক,
       মানুষের একাত্ম, মানুষের সুর,
        কিছুই নেই মানব-হৃদয়ে আজ
     মানবতা যেন বিচ্ছিন্ন মানুষের নাক!


        মানুষের নাক, এ কেমন কথা,
           কথা নয়—নাকের ফুটো
            দেখ পাশাপাশি আছে,
      তবু দু'পাশের যেন আলাদা ব্যথা!
    আজ পাশাপাশি থেকে যেমন রয়েছে
      পৃথিবীর মানুষের বিচ্ছিন্ন মানবতা।


           আমিও দেখি, তুমিও দেখ,
            মানুষের কাছে মানুষ নত,
             একদিন সব ঠিকই ছিল
       আজ মানবতা মানেই বুকের ক্ষত।