হালকা মেঘের মিলনে স্যাঁতসেঁতে কাঁদা মাঠি
সেখানে দ্যাখো উদ্ভিদের জন্মাতে সময় লাগে না,
একটু ঢিলে মিলল আর অমনি তাদের সহবাস!
কিছু প্রহর তারপর হৈচৈ লেগে যায় ঠাশ ঠাশ।
আসলে আমাদের এই পৃথিবী বড়ই বিচিত্র!
আরে না না আমাদের পৃথিবী নয়,
এ পৃথিবী যে কার, এ মায়াজালের রহস্য অভেদ!
মিলন ছাড়া যেন সৃষ্টির বিস্তার অসম্ভব,
অযথা সবকিছুতে মাথা ঘামানো, অযথা বকবক...
তবু না বললেই নয়—কারণ এখানে অনেক কিছু হয়!
শশীতে কেউ দ্যাখে দুঃখ, কেউ খুঁজে হাসি।
বটতলীতে একলা বসে রাখালও হয়ত বাঁজাই বাঁশি।
মৌমাছি ফুলবনে ছোটে গভীর মিলনে,
এ মিলন না ঘটলে কে নিবে ক্ষুধা নিবারণে?
তাই বলি এ পৃথিবীতে আছে সবার সংসার!
সংসারে মিলন তো থাকবেই, সুখ-দুঃখ যার যার।
অকালে বেশ চিন্তিত হয়ে পড়লাম আমি,
অজান্তে এই মায়াময় সংসার হয়ে উঠেছে বেশ দামী,
“কত সুন্দর এই পৃথিবী” সকলে কয়!
আসলে তো এই পৃথিবী কোনদিন কারো নয়,
যা কিছু দেখেছো আর যেসব দেখছো সবই মায়াময়
শেষকালে চোখে রবে শুধু ভয়াবহ ভয়।