আমি সেই নীলাকাশে নিজেকে হারাতে চাই না
যেখানে লোভ দেখিয়ে ঘুরেফিরে লক্ষ্য নক্ষত্রাদি!
যেখানে নজরবন্দী সব পুণ্য পাপী’র লালসাকামনা
সেই অজানায় নিজেই নিজেকে হারাতে পারিনা।


আমি সবার ন্যায় প্রকৃতির সমারোহ উপভোগ করিনা
যেখানে নজর পড়ে যায় কিছু প্রাণি নামক পিশাচের!
সে হোক পাপী, গুণবান অথবা মহানের মহান, তবুও—
আমি সেই নজরে পড়ে যাওয়া প্রকৃতি সইতে পারিনা।


আমি নদীর জলধারাকেও গুণবান বলতে মানি না
সেখানেও মেঘের সাথে তার আলিঙ্গন কাহিনী রয়েছে!
সেই কাহিনীচিত্র হয়ত আমি চোখে দেখি না, তবে—
সে কাহিনী পাপ হোক কিংবা পুণ্য, দেখতে পারিনা।


আমি পৃথিবীর মানুষেরে আজ বিশ্বাস করতে জানি না
পাপী’র ভান্ডারে পুণ্যও আছে, তবু মর্যাদা দিতে চাই না!
আমি নিজেও নিজেকে মানুষ বলে ঘৃণা করে ফেলেছি—
কিছু মানুষের কীর্তিতে, পৃথিবীতে অমানুষ মিটবে না।