আমি এখানে যেখানে আছি
আছি বহুদূরের পরবাসে,
বন্ধুয়া মোর হয়ত রজনী জুড়ে
চক্ষু দিয়ে বেদনার স্বরে হাসে।


প্রভাতে উঠে দুই পাশ দেখি
কোন পাশে নেই প্রিয়তম,
হঠাৎ করে মনে পড়ে যাই
আছে সে শুধু হৃদয়ে মম।


কাজের ফাঁকে ভাবনায় এসে
মোরে জ্বালাতন করে বেশ,
ঘাড় নাড়া দিয়ে মাথা দুলিয়ে
ভাবি সে তো আছে স্বদেশ।


বিকেলে রোদের রশ্মিতে আমি
খুশিতে ভিজে যাই আপন মনে,
এই ভেবে বন্ধু মোর রোদের সঙ্গী
সেও রশ্মিতে ভিজবে এই ক্ষণে।


আমি এখানে যেখানে আছি
আছি বহুদূরের পরবাসে,
বন্ধুয়া মোর হয়ত রজনী জুড়ে
চক্ষু দিয়ে বেদনার স্বরে হাসে।