তুমি কেন আঁধারের সঙ্গী হয়ে গেলে?
জানো না কী তবে আলোক দুয়ারে তোমারি
হৃদয়ের সুখের খোঁজে পোষ মেনেছিল এই অবুঝ ছেলে।


তুমি কেন আজ হঠাৎ পৃথিবীর বিলাপ?
বেঁচে ছিলাম যে টুকু অকূলদরিয়ার কূল ধরতে
সে কূল আমার আজ খুব কাছে কিন্তু বলো কী লাভ।


তুমি কেন আজ বন্ধু করেছ সমুদ্রের পাথরে?
আমি ছিলাম সেই সমুদ্রের পানিতে ভেসে একলা
আজ আর সেই পানিও ভাসিয়ে রাখে না যেন কাতরে।


তুমি চুপ থেকে কেন অজানায় করেছ সন্ধি?
এই একটি খেলায় না জেনে আমি পিছিয়ে ছিলাম
অজানায় তোমায় হারিয়ে আজ পৃথিবীতে আমি বন্ধী।