আমার হৃদয়ের আকাশ একলা ভারী
কেমন যেন এলোমেলো পূর্ণ-দেহ ও মন,
ভাবনা জুড়ে তুমি খেলো এলোপাথাড়ি
হৃদয়ের গড়িয়ে পড়া জলে নিভে না দহন।


অতিবৃষ্টির মতো বেশিই ভালোবেসেছি
তাই বলে ছলনাময় মিষ্টতা ঢেলেছ প্রেমে,
যা পেয়েছি তা অল্প বলে আরো চেয়েছি!
বিষাদ ভরেছ ধীরে, স্মৃতিরা গিয়েছে থেমে।


সেই অভিমান এখনো রাখি নাই জমিয়ে
উড়িয়ে দিয়েছি মোর হৃদয় থেকে কোলাহলে,
তুমি বিনে আমি জীবনও রাখি নাই থামিয়ে
এগিয়ে চলছি শুধু নীরব কষ্টের সঙ্গীহীন দলে।
তোমার সরল স্মৃতি কবিতায় দিই বাঁধিয়ে,
সরল প্রতিবাদে অজানা মিষ্টতা আছে বলে।