আমি অমাবস্যার রাতে
সন্ধ্যাদীপ জ্বেলেছিলাম
তুমি এসে সেই আলোয়
জ্যোতি মিশিয়ে দেবে বলে।


আমি সেই রাতের আধারে
একাকী তারাদের খুঁজেছিলাম
জানি অমাবস্যার তারা নেই
আজ তুমি পাশে নেই বলে।


অমাবস্যার রাতে চাঁদ নেই
তবু তোমায় খুঁজেছি খুঁজবো
এই রাতে তুমিই আলো দিবে
কারণ তুমি আমার প্রিয় বলে।


আজকেও দীপাবলির দীপ
জ্বালিয়ে রাখলাম এই রাতে
জানি তুমি আসবে না কারণ—
প্রকৃতির আলোয় তুমি অন্ধ বলে।