ঘুমিয়েছ, ঘুমাও! তবে মনে রেখো—
আমার এক চিলতে নিশ্বাসের শব্দ
তোমার আদুরে ঘুম ভাঙাতে যথেষ্ট।
ভয় পাচ্ছো কেন?
আমি তোমার ঘুম ভাঙাবো না!
অন্য কেও হয়ত সেই ঘুম ভেঙে দিয়ে যাবে।
আমিও পারি তোমার ঘুম ভাঙাতে,
কিন্তু ভয় হয় এই ভেবে যে—
প্রিয় মানুষ্টি যদি ভুল বোঝে।
তাইতো তোমার ঘুমন্ত চোখে চোখ রেখে কিছুক্ষণ
পালিয়েছি তোমার হতে সারাজীবন।
জানি তুমি খুঁজবে না,
তোমার কাছে আমি বড়ই অচেনা!
যে জন তোমার অজান্তে সত্যিই অচেনা,
সেজন আজ তোমার চিরচেনা।
ভালো আছি ভালো থেকো।


এখনো মনে পড়ে সেদিনের সেই
হঠাৎ মুষলধারা, হঠাৎ বৃষ্টি,
আমাদের রচনায় রচিত সৃষ্টি!
হঠাৎ তুমি ঝড়ে যাওয়া ফুল
আর আমি অজানা সেই ভুলের মাশুল।
একটা সময় ছিল—
তোমার যন্ত্রণা আমার কাছে অধিক যাতনাময়,
এখনকার সময়—
নিজের যন্ত্রণা; তোমার অনুপস্থিতিতে মনে হয়।
আমি তো রেখেছি তোমায় সদা স্মৃতিচারণে
মনে মনে গুণগুণে ভাবি সে যদি আমার হতো!
তবু ভালো আছি, তুমিও ভালো থেকো।