যে চোখের নির্জনতায় ছায়া খুঁজি,
যে হৃদয়ের আর্তনাদ আমি বুঝি,
সেইতো মধ্য দুপুরের সূর্য সোনালী আলো।


হয়তো তারই হৃদয় বীনার
ঝংকারে বাজে একই সুর।
নিশি রাতের ক্লান্ত প্রহর শেষে
জেগে উঠে উদাসী ভোর।


হয়তো আলো মাখা রোদে হবে তার দিনের শুরু,
হয়তো ফসলের মাঠ ধূধূ আকাশ মন হবে উড়ো।


হয়তো শরতের মেঘ এসে ভেরে নদী কূলে,
সবুজের মাঠে সাদা পোশাকে কাশ দোলে।


হয়তো গোলাপ ফুটবে ধরায় রং হবে তার মেকি
হয়তো রবি জ্বালবে কিরণ করবে না ঝিকিমিকি।


হয়তো পাখি মেলবে ডানা উড়ায়ে তার পাখা
দক্ষিণা বাতাস বইবে নীরবে উদাস দুপুর খাঁখাঁ।


হয়তো নদী স্রোতের টানে ছুটবে সাগর পানে
বিহঙ্গ মন প্রজাপতি হয়ে উড়বে ফুলর বনে।