ঝড়ের রাত ভয়ে কাটে
তাকাই আমি অদূরে,
হঠাৎ শুনি বজ্রপাত
পড়ল এসে কপাটে।


নীল আকাশে কালো মেঘ
যখনই দেখি ভাসছে;
মৃত্যু ভয়ে অন্তর আমার
থর থরিয়ে কাঁপছে।


যতই ভাবি ভয় পাবনা
নির্ভিক আমি প্রভাতে,
কাতরে মরি ততই যেন
কালো মেঘের আভাতে।