ডান হাত বলে -বলশালী আমিই তাই তো করি
                   সব চেয়ে শক্তিশালী কর্ম।
বাঁ হাত বলে-আমার কি দোষ মনিব যেভাবে চালায়
               আমি চলি সে ভাবেই এটাই আমার ধর্ম।


ডান হাত বলে- যত সম্মান; যত ধন সবই তো
                   আমার কর্মফল,
বাঁ হাত বলে-আমিও করি তোমার সাথে
                আমাকে ছাড়া তুমি নিঃস্ফল।


ডান হাত বলে-জীবনে মনিব যা কিছু পেয়েছে
                  সবই আমারই অর্জন,
বাঁ হাত বলে- এভাবে আমায় এত অবহেলে
                 করতে পার না বর্জন।


ডান হাত বলে- চেয়ে দেখ একবার কত কাজ করি
                   আমি সকাল হতে রাত,
বাঁ হাত বলে- অবজ্ঞা আর বঞ্চনায় এভাবে
                 করো না আমায় কুপোকাত।


ডান হাত বলে- কলম বল, অস্ত্র বল, বর্শা বল, বর্ম বল
                   সবই আমি নিয়েছি তুলে ডান বাহু বলে,
বাঁ হাত বলে-এসবই সম্ভব হয়েছে তোমার
                আমি পাশাপাশি আছি বলে।


ডান হাত বলে- আমিও চাই আমার মত তুমিও চল
                   সমান তালে তালে,
বাঁ হাত বলে- জীবনে আমি পাইনি মান পেয়েছি কেবলই অসম্মান
                 বলছি এখন চলব সাথে কাঁধে কাঁধ মিলে।