চাই শুধু
একটু ভালবাসা তোমার
এই শব্দটার বড়ই কাঙ্গাল
             বুঝলে নাতো
             করে দিলে পর,


বুকের গভীরে
জমে আছে
        এক মস্ত বড়
        বরফ পাথর।


প্রচন্ড খড়তাপে ক্ষীণ জলের স্রোত
নিভৃতে বয়ে চলে চোখ জলাশয়।


পাঁজরে ধরেছে পঁচনশীল ঘা
    বাড়ছে মৃত্যু যন্ত্রণা।


         রক্তের ফোটায়
       মরিচিকার বসবাস।


      আমি এক অভাগিনী,


ভাবনারা
নিঃসঙ্গতায় কাতর
          হতাশার পাহাড়
          ছোঁয় আকাশ।


                 বিদগ্ধ হৃদয়
                 হয় হাহাকার।


পোড়া মন পােড়া
মাটি হয় একাকার।


ভাবলেশ মন
চায় দূর অজানায়
        
           যেখানে অস্তমিত রবি
               হয় পরলোকগত
            পুর্নজন্মের প্রত্যাশায়।


কেন এমন উন্মাদী ঝড় মনে
     প্রকান্ড প্রবলতায়?


    ঝাপসা হয় দৃষ্টি
খেলা করে ঘােলা জল।


আবারও অপেক্ষা যদি কখনও
মেলে তার দেখা শুধু একবার..


      নিঃস্বপলক চোখে
  মৌন মনে শেষ বিদায়ক্ষণে
      হোক অন্তরালাপন।