হঠাৎ কেমন বৃষ্টি এসে
মনটা দিল ভরিয়ে,
জালানায় রাখি চোখ
হাতের কাজ সরিয়ে।


রিমঝিম বৃষ্টি
হৃদে আনে সুখ,
চাই তারে বারে বারে
যে ভুলায় মনের দুখ।


ভালোবাসি কত তারে
লিখি কত কবিতা
জানে কি সে কভু
বৃথা নয় সবই তা।


আষাঢ় শ্রাবণ গেল চলে
তার দেখা মেলেনি,
শরতের কাশ বনে
তারে চাই আপনি।


প্রিয় তুমি বৃষ্টি
থাক বার মাস,
তোমার প্রেমে ভেসে যাব
করব কাব্য চাষ।


তোমারে বাঁধিব আমি
পরাণো ডোরে,
এসো তুমি অসময়
আমার হৃদয় দ্বারে।


প্রেম দেবো রাশি রাশি
বলব তোমায় ভালোবাসি,
সৃষ্টিতে ভরবে ধরা
মন খুশিতে আত্মহারা।