আজও একবার তাহার দর্শন পাইলাম। সে আসিয়া উপস্থিত হইল আমারই আঙ্গিনায়। তাহার অপরূপ সৌন্দর্য আমার হৃদয় হরণ করে। তাহার নির্লিপ্ত চোখের চাহনি মন জুড়ায়। ইচ্ছে করে তাহার শুভ্র ললাটে চুম্বন আঁকিয়া দিই। আদরে আদরে তাহারে আগলাইয়া রাখি বাহুডোরে, লুকাইয়া রাখি তারে গোপন মন পিঞ্জরে.. সে বড় অদ্ভুত মায়াবী রূপ। যেন ভালোবাসায় টই টুম্বুর এক মায়ার সাগর।


সে জানে আমি তাকে ভালোবাসি আর জানে বলেই তো সে বার বার আসে আমার একান্ত কাছে। শেষবার যখন এসেছিল সে আমার অন্দরে প্রবেশ করিয়াছিল। ছোট্ট নাবালিকার মতো শুভ্র পোশাক পরিহিতা অপরূপা সুন্দরী। আমি বার বার তাহার প্রেমে ভাসি। তাহার আগমন যেমন আমার চিত্ত জুড়ায়, বিহব্বল করে ভিতর বাহির, তেমনি তাহার বিদায় আমার হৃদস্পন্দনে ধুক ধুক আওয়াজ তোলে। দুঃখ বোধের হই বিবজির্ত।


আমি হারাতে চাই না তাকে, আবার জোড় করে বেঁধে রাখতে পারিনা আমার মায়ার বাঁধনে। তাই উন্মুক্ত রেখেছি দ্বার যদি সে চায় যেতে পারে অনায়াসে....ভেবে নেব সে নয় আমার কেবলই ক্ষণিকের...