যতবার তোমাকে চেয়েছি
প্রত্যাশার দোয়ার সাজিয়েছি
বসন্তে ফোঁটা হরেকরকম
ফুলের সমারোহে,
ততবার ছিরে গেছে
আমাদের কাগজি মন,
টুকরো টুকরো করেছে
অজস্র সাজানো স্বপ্ন।


শূণ্যতার প্রাচীর কেড়ে
নিয়েছে সুখের চাদর,
বিদ্রোহী ভাবনারা গোপন
মন তরঙ্গে বিদ্রুপ করে একান্ত নীরবে
আয়োজন করেছে একাকিত্বের।


বসন্ত যেমন বার বার আসে
ভাসায় মন দখিনা বাতাসে;
চৈত্রও আসে অবুঝ নিয়মে
চৌচির করে ভিতর বাহির,
তার তপ্ততায় পোড়ায় অন্দরমহল,
জ্বলাঞ্জলী করে আগামীর পথচলা।


আবারো শূণ্য মন, শূণ্যতার প্রাচীর গলা
টিপে ধরে; কেড়ে নিতে চায় অস্থিমজ্জা।